রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আপত্তিকর: চীন
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার জেরে দেশটির ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞাকে আপত্তিকর বলে অভিহিত করেছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী। খবর বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়া সীমান্তের কাছে পূর্ব ইউরোপে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর উদ্বেগের কথা জানিয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং শনিবার বলেছেন, রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরও সম্প্রসারণের চেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।
গতকাল শনিবার বেইজিংয়ে একটি নিরাপত্তা ফোরামে লি ইউচেং বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ প্রতিনিয়তই আরও আপত্তিকর হয়ে উঠছে।’ কোনো কারণ ছাড়াই রাশিয়ার নাগরিকদের পশ্চিমের বিভিন্ন দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে বলে দাবি করেন লি ইউচেং।
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে পরিচিত চীনের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নিষেধাজ্ঞা দিয়ে যে কোনো সমস্যার সমাধান হয় না ইতিহাস বারবার আমাদের সেই প্রমাণ দিয়েছে। নিষেধাজ্ঞা শুধু সাধারণ মানুষের ক্ষতি করে। অর্থনীতি ও আর্থিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। ক্ষতিকর প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতিতে।’
রয়টার্স বলছে, চীন এখনো ইউক্রেন রাশিয়ার হামলার নিন্দা জানায়নি। পশ্চিমা দেশগুলোর মতো রাশিয়ার অভিযানকে আগ্রাসন বলে বর্ণনা করেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত না হওয়ায় এক পাক্ষিক অভিহিত করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরোধিতা করছে। তবে যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।