ইউক্রেনের প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বুশের সমর্থন
ইউক্রেনের মানুষের প্রতি সমর্থন জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ।
শনিবার (১৯ মার্চ) শিকাগোর একটি ইউক্রেনিয়ান চার্চ পরিদর্শন করে সমর্থন জানান তারা।
সেইন্ট ভলোদিমির ও ওলহা ক্যাথোলিক চার্চ পরিদর্শনের সময় সাবেক দুই মার্কিন প্রেসিডেন্টের হাতে ছিল নীল ও হলুদ ফিতায় জড়ানো সূর্যমুখী ফুলের তোড়া। প্রসঙ্গত, ইউক্রেনের পতাকার রঙও নীল-হলুদ।
টুইটারে একটি পোস্টে বুশ লিখেছেন, স্বাধীনতা ও ভবিষ্যতের জন্য লড়াইরত ইউক্রেনের মানুষের পাশে আছে আমেরিকা।
একটি ভিডিও পোস্ট করে ক্লিনটন টুইটারে লিখেছেন, স্বাধীনতার জন্য এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের মানুষের পাশে আছে আমেরিকা।