ইউক্রেনের প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বুশের সমর্থন

0

ইউক্রেনের মানুষের প্রতি সমর্থন জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ।

শনিবার (১৯ মার্চ) শিকাগোর একটি ইউক্রেনিয়ান চার্চ পরিদর্শন করে সমর্থন জানান তারা।

সেইন্ট ভলোদিমির ও ওলহা ক্যাথোলিক চার্চ পরিদর্শনের সময় সাবেক দুই মার্কিন প্রেসিডেন্টের হাতে ছিল নীল ও হলুদ ফিতায় জড়ানো সূর্যমুখী ফুলের তোড়া। প্রসঙ্গত, ইউক্রেনের পতাকার রঙও নীল-হলুদ।

টুইটারে একটি পোস্টে বুশ লিখেছেন, স্বাধীনতা ও ভবিষ্যতের জন্য লড়াইরত ইউক্রেনের মানুষের পাশে আছে আমেরিকা।

একটি ভিডিও পোস্ট করে ক্লিনটন টুইটারে লিখেছেন, স্বাধীনতার জন্য এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের মানুষের পাশে আছে আমেরিকা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com