রাশিয়ার অস্ত্রের চালানে হুমকির জবাবে যা বলল যুক্তরাষ্ট্র
ইউক্রেনে পাঠানো যেকোনো অস্ত্রের চালানে হামলার হুমকি দিয়েছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার এই হুমকির গুরুত্ব দিচ্ছে না। খবর সিএনএনের।
শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনে পাঠানো যোকোনো অস্ত্রের চালানে তারা আক্রমণ করবেন এবং এই আক্রমণ হবে ‘বৈধ’।
এক সংবাদ ব্রিফিংয়ে রাশিয়ার এমন হামলার হুমকির বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ইউক্রেনের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের কোনো সেনা কাজ করছে না। আমাদের সকল সেনা ন্যাটো অঞ্চলে কাজ করছে।
জেন সাকি আরও বলেন, আমরা রাশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনামূলক কর্মকাণ্ড প্রত্যক্ষ করছি। তাদের হুমকির পরবর্তী ঘটনাও আমরা দেখব।
প্রসঙ্গত, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আরও ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। আর ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘স্কাই সেবার’ মোতায়েন করছে যুক্তরাজ্য। এ ছাড়া রাশিয়ার আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র ও অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নতুন করে অস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে ইউরোপের দেশগুলো। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনতে নতুন করে পদক্ষেপ নিচ্ছে তারা।
শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেনে যেকোনো অস্ত্রের চালানে তাদের সেনাবাহিনী হামলা চালাবে।
লাভরভ আরও বলেন, রাশিয়া চায় না ‘সোভিয়েত আমলে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ তৃতীয় কোনো দেশের হাতে যাক।
রুশ সংবাদ সংস্থা তাসের খবর অনুসারে, সোভিয়েত আমলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিছু ন্যাটো দেশের হাতেও রয়েছে।