মুসলিম উম্মাহকে এরদোগানের শবে বরাতের শুভেচ্ছা

0

শবেবরাত উপলক্ষে তুরস্ক ও বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। তুরস্কসহ বিশ্বের অনেক দেশে গতকালই (১৭ মার্চ) শবেবরাত পালিত হয়েছে।

ওই টুইটে প্রেসিডেন্ট এরদোগান লিখেন, ‘পবিত্র শবেবরাত উপলক্ষে তুরস্ক ও বিশ্বের সব মুসলিমকে আমি অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাই। আমি আশা করি, রমজানের সুসংবাদদানকারী শবেবরাত মুসলিম জাতি ও গোটা মানবসমাজের জন্য কল্যাণ বয়ে আনবে।’

হিজরি বর্ষের অষ্টম মাস শাবান। এ মাসের ১৪তম দিনের দিবাগত রাতে মুসলিমরা শবেবরাত হিসেবে পালন করেন। বাংলাদেশসহ উপমহাদেশে আজ শুক্রবার পবিত্র শবেবরাত পালিত হবে। হাদিস দ্বারা প্রমাণিত এ রাতে মহান আল্লাহ সৃষ্টিজগতের প্রতি বিশেষ অনুগ্রহ করেন এবং ক্ষমাপ্রার্থীদের পাপ মোচন করেন।

সূত্র : আনাদোলু এজেন্সি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com