লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে রেজাউল করিম নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। এ সময় বাবু নামে এক যুবক আহত হয়েছেন বলেও জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর রাতে ওই উপজেলা জগতবেড় ইউনিয়নের সমশেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নয়াবাড়ি এলাকার মনসুর আলীর পূত্র।
সীমান্তবর্তী লোকজনের সাথে কথা বলে জানাযায়, বৃহস্পতিবার ভোর রাতে ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে বাংলাদেশ-ভারত নো ম্যান্স ল্যান্ডে যায় ৯ জন বাংলাদেশী গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ করে গুলি চালায়। ওই গুলিতে ঘটনাস্থলেই রেজাউল করিম নিহত হয় এবং বাবু আহত হয়। বাকি ৭ জন পালিয়ে যায়। বিএসএফ আহত বাবুকে আটক করে ও রেজাউল করিমের লাশ ভারতে নিয়ে যায়।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে এই মুহূর্তে কোন কথা বলতে রাজি হয়নি। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়।