রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে: জেলেনস্কি
ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের জন্য যুদ্ধের সমাপ্তি, নিরাপত্তার গ্যারান্টি আর সার্বভৌমত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই, রাশিয়ার সাথে আলোচনায় অগ্রাধিকার পাচ্ছে এ বিষয়গুলো। পুরো বিশ্বকে এখন স্বীকার করতে হবে যে, রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) রাতে একটি ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।
জেলেনস্কি বলেন, রাশিয়ার সাথে মীমাংসার ব্যাপারে আমার অবস্থান অত্যন্ত পরিষ্কার; এবং সেগুলো হচ্ছে যুদ্ধের সমাপ্তি, নিরাপত্তার নিশ্চয়তা, সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো, আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার, দেশের মানুষের সত্যিকারের নিরাপত্তা নিশ্চিত করা।