রাশিয়ার তেল গ্যাসে নির্ভরতা কমানোর আহ্বান জনসনের

0

রাশিয়ার তেল ও গ্যাসের ওপর থেকে নির্ভরতা কমাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ডেইলি টেলিগ্রাফে লেখা একটি আর্টিকেলে তিনি এ কথা বলেন। জনসন এতে লিখেছেন, ২০১৪ সালে রাশিয়াকে ক্রাইমিয়া দখল করতে দিয়ে বড় ভুল করেছে পশ্চিমা নেতারা। এরপর রাশিয়ার জ্বালানির ওপরে নির্ভরশীল হয়ে পড়া ছিল আরেকটি বড় ভুল। রাশিয়ার তেলের ওপরে এই নির্ভরশীলতাই ক্রেমলিনকে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপরে বোমা ফেলার সাহস যুগিয়েছে। এখন বিশ্ব বাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধির সুফলও ভোগ করছে তারা। জনসন বলেন, কিন্তু আমরা এভাবে চলতে দিতে পারি না। বিশ্ব এই ব্ল্যাকমেইল মেনে নিতে পারে না।

জনসন বলেন, যত দিন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ওপরে পশ্চিমা বিশ্ব অর্থনৈতিকভাবে নির্ভরশীল থাকবে তত দিন তিনি এটি ব্যবহার করে যা খুশি তাই করবেন। এ কারণে এই নির্ভরশীলতা শেষ করতে হবে। কারণ রাশিয়া এই তেল ও গ্যাস ছাড়া আর কিছুই উৎপাদন করে না, যা বাকি দুনিয়া তাদের থেকে কিনতে চাইবে। তাই রুশ তেল ও গ্যাসের ওপর থেকে নির্ভরশীলতা বন্ধ করতে পারলে, পুতিনের অর্থ শেষ করতে পারব, তার কৌশল ধ্বংস করতে পারব এবং তাকে মাটিতে নামিয়ে আনতে পারব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com