চীনকে টেক্কা দক্ষিণ কোরিয়ার
দক্ষিণ কোরিয়ায় এক দিনে চার লাখেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যুর নিরিখেও মঙ্গলবার রেকর্ড গড়েছে দেশটি। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ২৯৩ জন প্রাণ হারিয়েছেন। যা গত দু’বছর ধরে চলা অতিমারির মধ্যে সর্বাধিক।
‘জিরো কোভিড’ নীতি নিয়ে চলা দেশ চীনে সংক্রমণের বহর হঠাৎ এতটাই বেড়ে গেছে যে একাধিক শহরে ফের শুরু হয়েছে লকডাউন। এ দিকে গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কর্মকর্তাদের কপালে বড় ভাঁজ ফেলেছে তাদের পড়শি দক্ষিণ কোরিয়ার করোনা পরিস্থিতিও।
দেশটির জাতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মোট ৪ লাখ ৭৪১ জন আক্রান্ত হয়েছেন। দক্ষিণ কোরিয়ায় এখনো পর্যন্ত যা সর্বোচ্চ জানা যাচ্ছে।
মৃত্যুর নিরিখেও মঙ্গলবার রেকর্ড গড়েছে দেশটি। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ২৯৩ জন প্রাণ হারিয়েছেন। যা গত দু’বছর ধরে চলা অতিমারীর মধ্যে সর্বাধিক। এক সাথে ৪ লাখের উপর মানুষ সংক্রমিত হওয়ায় মোট আক্রান্ত সাড়ে সাত লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ)।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ মূলত স্থানীয়ভাবেই ছড়িয়েছে।
অন্য দিকে, দ্রুত হাসপাতালের শয্যা খালি করতে শুরু করেছে চীন। বুধবার প্রায় সাড়ে তিন হাজার নতুন ওমিক্রন আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। তড়িঘড়ি ব্যবস্থা না-নিলে ফের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। চীনের বেশ কিছু শহরে ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। সাংহাই শহরের প্রায় ১৭ লাখ মানুষ ঘরবন্দি। হংকং-এ হাসপাতালের সামনে রোগীদের দাঁড়িয়ে থাকার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। প্রচুর অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হচ্ছে।
সূত্র : আনন্দবাজার