মায়ের মুক্তির আন্দোলনে নেমেছি: ইশরাক
সবার কাছে দোয়া চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নেমেছেন জানিয়ে অভিবক্ত ঢাকার শেষ মেয়রের এই ছেলের আশা বিজয় তার হবে।
শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে নির্বাচনী প্রচারণার উদ্বোধনী বক্তব্যে তিনি এই দোয়া চান।
ইশরাক বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা যে আন্দোলন-সংগ্রামে অবতীর্ণ হয়েছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা। সেই মায়ের মুক্তির আন্দোলনে, গণতন্ত্রের মুক্তি আন্দোলনে আমরা অবতীর্ণ হয়েছি। তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’
তিনি বলেন, ধানের শীষে ভোট দেবেন। ইনশা আল্লাহ আমাদের বিজয় আসবে।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম, দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।