ন্যাটোর সাথে বৈঠকে ইউরোপ যাচ্ছেন বাইডেন

0

ইউক্রেনে হামলার ঝাঁজ বাড়াচ্ছে রাশিয়া। ক্রমে আরো ভয়ানক হচ্ছে পরিস্থিতি। ইউক্রেনীয় ফৌজের মরণপণ লড়াই সত্বেও কিয়েভের দিকে দ্রুত এগোচ্ছে পুতিনের দুর্দমনীয় বাহিনী। এহেন পরিস্থিতিতে ইউরোপে ন্যাটো জোটের সাথে বৈঠকে বসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

রয়টার্স সূত্রে জানা যায়, ইউক্রেনে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জরুরি বৈঠকে বসতে চলেছে ‘নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’ (ন্যাটো)। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হয়ে চলা ওই বৈঠকে যোগ দিয়ে আগামী সপ্তাহেই ইউরোপ সফরে আসতে পারেন বাইডেন।

সূত্রের খবর, মার্চের ২৩ তারিখ হতে চলা ওই বৈঠকে রাশিয়াকে থামাতে সামরিক পদক্ষেপ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ন্যাটো জোটের অন্যতম সদস্য পোল্যান্ডেও যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। এই বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, ন্যাটো ও ইউরোপের অন্য সহযোগী দেশগুলোর সাথে ইউক্রেন নিয়ে ক্রমাগত আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা। তবে বাইডেনের সফর নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

সম্প্রতি ন্যাটো গোষ্ঠীর কাছে আবারো ‘নো ফ্লাই জোনে’র আরজি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। সোমবার ফের ভারচুয়ালি বিশ্বের উদ্দেশে বার্তা দেন কৌতূকাভিনেতা থেকে নায়ক হয়ে ওঠা জেলেনস্কি।

আপাতত রুশ আগ্রাসন ঠেকিয়ে গেলেও পরিস্থিতি যে ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছে সেই ইঙ্গিত ছিল অসহায় ওই রাষ্ট্রনায়কের গলায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com