করুণাময়ী রাণী রাসমণি’র প্রচার বন্ধ হওয়ার আশঙ্কা
জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’র সম্প্রচার বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বকেয়া পারিশ্রমিক আদায় ও গত অর্থবছরের টিডিএস (উৎস কর) জমা দেওয়ার সার্টিফিকেট পাওয়ার জন্য সিরিয়ালটির শিল্পী ও কলাকুশলীদের থেমে থেমে ধর্মঘটের কারণে তৈরি হয় এমন পরিস্থিতির। গত দুই মাসে কয়েকবার সিরিয়ালটির শুটিং বন্ধ রাখা হয়। এর ফলে নতুন পর্বের বদলে পুরোনো পর্বগুলো প্রচারে বাধ্য হয় জি বাংলা কর্তৃপক্ষ। আর তাতে সিরিয়ালটির দর্শকপ্রিয়তা দ্রুত হ্রাস পেয়েছে।
দীর্ঘদিন জনপ্রিয়তায় শীর্ষে থাকা সিরিয়ালটির টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) এ সপ্তাহে ৬.১। আর তা নেমে গেছে ষষ্ঠ স্থানে। এখন শীর্ষে আছে জি বাংলার সিরিয়াল ‘ত্রিনয়নী’। এ অবস্থায় ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত জি বাংলা কর্তৃপক্ষ।
জি ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের প্রযোজক ছিলেন সুব্রত রায় আর তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান সুব্রত রায় প্রোডাকশনস। কিন্তু শিল্পী ও কলাকুশলীদের পারিশ্রমিক দিতে ব্যর্থ হন তিনি। বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনার পর সব বকেয়া পারিশ্রমিক ১৫ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হন সুব্রত রায়। সংকট দ্রুত নিরসনের জন্য শেষ পর্যন্ত সিরিয়ালটির প্রযোজনার দায়িত্ব নেয় জি বাংলা। সিরিয়ালটির জনপ্রিয়তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তখন শোনা যায়, ২০ সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধ করা হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে সিরিয়ালটির শুটিং শুরু হলেও গতকাল শনিবার তা আবার স্থগিত হয়ে যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা গেছে, ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের শিল্পী ও কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিক এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। বাকি আছে শুধু টিডিএস (উৎস কর)। সুব্রত রায় দাবি করছেন, আশঙ্কার কোনো কারণ নেই। শিগগিরই সব বকেয়া পরিশোধ করা হবে। কিন্তু এ আশ্বাসে এখন আর কান দিচ্ছেন না শিল্পী ও কলাকুশলীরা।
এদিকে বকেয়া পারিশ্রমিক আদায়ের জন্য গতকাল থেকে স্টার জলসার ‘দেবী চৌধুরানী’ সিরিয়ালের শুটিংও বন্ধ হয়ে গেছে। এই সিরিয়ালের শিল্পী ও কলাকুশলীরা শুটিং থেকে বিরত থাকছেন।