ইউক্রেনের যুদ্ধে ৩য় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে।
শনিবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা রাজ্যে এক র্যালিতে সমর্থকদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ইউক্রেনের পরিস্থিতি আরো খারাপ হবে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধ করবেন না।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি দেখছি কী হতে যাচ্ছে। যদি আপনি চিন্তা করেন পুতিন থেমে যাবেন, তবে এটি আরো খারাপের দিকে যাবে। তিনি তা মানবেন না এবং আমাদের এমন কেউ নেই যে তার সাথে কথা বলবেন।’
সমর্থকদের তিনি বলেন, ‘আপনাদের হয়ে তার সাথে কথা বলার জন্য আমি ছিলাম।’
বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনকে লক্ষ্য করে আক্রমণ করেন এবং বলেন, তার (ট্রাম্প) ক্ষমতায় থাকার সময় পুতিন কোনো যুদ্ধ শুরু করেননি।
তিনি বলেন, ‘আমার চেয়ে রাশিয়ার ওপর কঠিন আর কেউ ছিলো না।’
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দেশটি থেকে ২৫ লাখ শরণার্থী সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে। অপরদিকে প্রায় ২০ লাখ শরণার্থী ইউক্রেনেই বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে।
জাতিসঙ্ঘের তথ্যানুসারে, যুদ্ধে ইউক্রেনের অন্তত ৫৬৪ বেসামরিক লোক নিহত ও আরো ৯৮২ জন আহত হয়েছেন।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র : আনাদোলু এজেন্সি