‘চীন রাশিয়াকে অস্ত্র দিলে ভয়াবহ পরিণাম হবে’
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলায় সহায়তা করলে চীন কঠোর পরিণামের মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার রোমে যুক্তরাষ্ট্র-চীন বৈঠকের আগে এ সতর্কবার্তা দেয় দেশটি। খবর রয়টার্স।
বৈঠকের আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান চীনকে সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার ওপর বৈশ্বিক নিষেধাজ্ঞাগুলো উপেক্ষা করে সামরিক কিংবা আর্থিক সাহায্য করলে পরিণাম হবে ভয়াবহ। আমরা এমনটা হতে দেব না।
এর আগে যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলেছে, ইউক্রেনে রুশ হামলা শুরুর পর চীনের কাছে সামরিক ও আর্থিক সহায়তা চেয়েছে রাশিয়া। তবে এ অনুরোধ সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে ওয়াশিংটনের চীনা দূতাবাস।
রয়টার্স জানায়, চীনের কাছে সহায়তা চাওয়ার খবরটি প্রথম প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস।
ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকে বেইজিং দীর্ঘদিনের মিত্র মস্কোর প্রতি জোরাল সমর্থন প্রকাশ করলেও প্রকাশ্যে কোনো সামরিক বা অর্থনৈতিক সহায়তা দেয়ার কথা জানায়নি।
তবে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক দিনগুলোয় রাশিয়া বিশেষভাবে চীনের কাছে ড্রোনসহ সামরিক সরঞ্জাম চেয়েছে। যদিও সেই অনুরোধে চীনের প্রতিক্রিয়া জানা যায়নি।
এদিকে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। আজ সোমবার রোমে বৈঠকের জন্য শীর্ষ সহযোগীদের পাঠাচ্ছে দুই দেশ।