রাশিয়ার সাথে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির

0

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি রাশিয়ার সাথে আলোচনা চালিয়ে যাবেন এবং ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের জন্য অপেক্ষা করছেন।

জেলেনস্কি একাধিকবার পুতিনের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন। রোববার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, দুই প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠক নিশ্চিত করার জন্য তার প্রতিনিধি দল কাজ করছে।

জেলেনস্কি বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিদিন আলোচনা হয়।

তিনি বলেন, যুদ্ধবিরতি এবং আরো মানবিক করিডোর প্রতিষ্ঠার জন্য আলোচনার প্রয়োজন। এই করিডোরগুলো দিয়ে ছয় দিনে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রোববার রাশিয়া ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে ৩০টি রকেট নিক্ষেপ করেছে। হামলায় ৩৫ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন।

সামরিক ঘাঁটিটি পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে।

জেলেনস্কি বলেছেন, তিনি পশ্চিমা নেতাদের ঘাঁটির বিপদ সম্পর্কে ‘স্পষ্ট সতর্কতা’ দিয়েছেন। ন্যাটো নেতাদের আবারো ইউক্রেনের ওপর নো-ফ্লাই জোন প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

ন্যাটোর ভূখণ্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে জেলেনস্কি বলেন, ‘এটি সময়ের ব্যাপার মাত্র’।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com