আগামীকাল থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে না ৮ কোটি রুশ
ইউক্রেনে চলমান যুদ্ধের জেরে রাশিয়ায় পুরোপুরি নিষিদ্ধ হতে যাচ্ছে ইমেজ শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। আগামীকাল থেকে দেশটির আট কোটি ব্যবহারকারী আর ইনস্টাগ্রামে ঢুকতে পারবে না। রুশ সরকারের এমন সিদ্ধান্তে হতাশ হয়ে টুইট পোস্ট করেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাস মোসেরি। এতে সারা বিশ্বের সঙ্গে রুশদের যোগাযোগ ব্যাহত হবে।
তাই সিদ্ধান্তটিকে ভুল বলে উল্লেখ করেন তিনি।
এদিকে এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রুশ পর্যবেক্ষণকারী সংস্থা রোসকমনাদজোর। তাদের অভিযোগ, এই অ্যাপ ব্যবহার করে এমন কিছু মেসেজ ছড়ানো হচ্ছে, যা মানুষজনকে রাশিয়ার বিরুদ্ধে সহিংস আচরণ করতে উসকে দিচ্ছে।
সরকারি সংস্থা রোসকমনাদজোর রাশিয়ার টেলিকম ব্যবস্থা, মিডিয়া ও আইটি খাতকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে।
চলতি সপ্তাহে মেটা জানায়, ইউক্রেনের ব্যবহারকারীরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে লিখতে পারবে। এমন পদক্ষেপের পর পরই ইনস্টাগ্রামের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া।
মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম ও ফেসবুক নিষিদ্ধ করার ঘোষণা দিলেও হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি রুশ সরকার। সূত্র : ডিএনএ, নিউজউইক