এবার পশ্চিমবঙ্গে তাঁবু গেড়েছে কেজরিওয়ালের আপ, চাপে তৃণমূল-বিজেপি?
পাঞ্জাব জয়ের পর এবার কি পশ্চিমবঙ্গে থাবা বসাবে দিল্লির শাসক দল আম আদমি পার্টি (আপ)? বড় প্রশ্ন উঠতে শুরু করেছে ইতোমধ্যেই। এবার সাদা টুপির উপস্থিতি দেখা যাচ্ছে মমতার পশ্চিমবঙ্গেও। সাথে ঝাড়ু (আপের প্রতীক) তো রয়েছেই।
আপের সদস্য সংগ্রহ অভিযানও শুরু হয়ে গেছে। মালদায় তো একেবারে ঘটা করে তাঁবু খাটিয়ে চলছে সদস্য সংগ্রহ অভিযান। এমনকি কিছুটা বিজেপির ঢঙে মিসড কল দিয়েও সদস্য সংগ্রহ অভিযান চলছে পশ্চিমবঙ্গে।
মালদার রথবাড়ি এলাকায় পোস্টারও পড়েছে আপের নামে। অরবিন্দ কেজরিওয়ালের ছবিও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়।
এদিকে ভারতের জাতীয় রাজনীতিতে একাধিকবার দেখা গেছে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্ক যথেষ্টই ভালো। কিন্তু সদ্যই শেষ হওয়া পাঞ্জাব নির্বাচনে জয়লাভের পর এবার ক্রমেই তৃণমূলের চক্ষুশূল হয়ে উঠেছে আপ।
আপের মালদা জেলার সভাপতি অনিমেষ সাহা বলেন, আমরা সৎ রাজনীতি করতে চাইছি। পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রার্থী দেব গোটা পশ্চিমবঙ্গে। দিল্লির ব্যবস্থার সাথে পশ্চিমবঙ্গের তুলনাই হয় না। দিল্লিতে কাজ হয়েছে। শুধু মুখে নয়, কাজে করে দেখিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আমাদের সংগঠন মজবুত করার জন্য আমরা সদস্য সংগ্রহ অভিযান চালাচ্ছি।
এনিয়ে মালদার তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, অভিবাসী দল এরা। এতে লাভ হবে না। ক্ষমতার থাকবে তৃণমূলই।
মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহা বলেন, ভোট এলেই আঞ্চলিক দলগুলো এমন করে। এতে কিছু যায় আসে না। আগামীতে বিজেপি ক্ষমতায় আসবে। আপ কোনো ফ্যাক্টর নয়।
সূত্র : হিন্দুস্থান টাইমস