ইউক্রেনে এখন কোনো নিরাপদ শহর নেই: ইউক্রেনের এমপি
ইউক্রেনের সংসদ সদস্য ইনা সভসুন শুক্রবার সকালে বিভিন্ন শহরে রাশিয়ান হামলার কথা উল্লেখ করে টুইটারে মন্তব্য করেছেন যে ইউক্রেনে এখন ‘কোনো নিরাপদ শহর নেই।’
এর আগে বিবিসি’র সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গত দুই সপ্তাহে আমরা দৈনিক সর্বোচ্চ তিন ঘণ্টা করে ঘুমাতে পেরেছি।’
‘আমরা অবশ্যই আমাদের শিশুদের জীবন নিয়ে আতঙ্কিত, কিন্তু আমাদের করার তেমন কিছু নেই। আমরা আত্মসমর্পণ করতে পারি না, আমরা তাদেরকে দখলও করতে দিতে পারি না।’
‘আমাদের লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আমাদের তেমন কিছু করার নেই, তা যতই আতঙ্কের হোক না কেন।’
সূত্র : বিবিসি