‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ মর্যাদা হারাতে যাচ্ছে রাশিয়া
যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও গ্রুপ অব সেভেন দেশগুলো থেকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে `সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ হিসেবে রাশিয়া যেসব বাণিজ্য সুবিধা পেত, ইউক্রেনে রুশ অভিযানের কারণে সেসব সুবিধা প্রত্যাহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময়) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবেন।
এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে রুশ পণ্যের ওপর শুল্ক আরোপ করা যাবে।
বিশ্ব বাণিজ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ গুলোকে আন্তর্জাতিক বাজারে কোনো ধরণের নীতিগত বৈষম্যের সম্মুখীন করা যায় না।
সূত্র : বিবিসি