উত্তর কোরিয়ার জাহাজে দক্ষিণের গুলিবর্ষণ
উত্তর কোরিয়ার একটি টহল জাহাজ কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে আন্তঃকোরীয় সমুদ্র সীমান্ত (কার্যত সমুদ্রে দুই দেশের পানিসীমা) অতিক্রম করায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সেটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের একটি বিবৃতি অনুসারে, দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ তথাকথিত নর্দার্ন লিমিট লাইন (এনএলএল) অতিক্রমকারী আরেকটি উত্তর কোরিয়ার জাহাজকে আটক করায় খণ্ডযুদ্ধটি ঘটেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়ার যে টহল জাহাজটি প্রথম জাহাজটিকে অনুসরণ করছিল, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সতর্কতামূলক গুলি চালানোর পরে সেটি পিছু হটে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী অন্য জাহাজটিকে আটক করে কাছের বেকরিয়ং দ্বীপে নিয়ে আসে।