আঞ্চলিক ও পরমাণু ইস্যুতে কোনো ছাড় নয় : খামেনি
আঞ্চলিক উপস্থিতি ও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে কোনো ছাড় দেবে না ইরান। আঞ্চলিক উপস্থিতি, পারমাণবিক ক্ষেত্রে বৈজ্ঞানিক উন্নয়ন ও অগ্রগতির পথ থেকে সরে আসার মতো প্রস্তাবগুলো আমাদের জাতীয় শক্তির জন্য আঘাত।
বৃহস্পতিবার ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।
খামেনি বলেন, আঞ্চলিক উপস্থিতি আমাদের কৌশলগত দৃঢ়তা দেয়। পাশাপাশি পারমাণবিক বৈজ্ঞানিক অগ্রগতি অদূর ভবিষ্যতের চাহিদা পূরণের সাথে সম্পর্কিত। জাতীয় শক্তি যেকোনো দেশের জন্য অত্যাবশ্যক এবং যদি কোনো জাতি স্বাধীনতা, মাহাত্ম্য ও দৃঢ়তা অর্জন করতে চায় তাহলে তাকে শক্তিশালী হতে হবে, অন্যথায় দুর্বলতা, অপমান ও ভয়ের কারণে সব সময় বিদেশিদের লোভ-লালসার বিষয়ে উদ্বিগ্ন থাকতে হবে।
সর্বোচ্চ নেতা বলেন, জাতীয় শক্তির স্তম্ভগুলো একটির সঙ্গে আরেকটি জড়িত। এগুলো হচ্ছে- বিজ্ঞান-প্রযুক্তি, নিরাপত্তা ও প্রতিরক্ষা শক্তি, জনকল্যাণ, সংস্কৃতি-জীবনরীতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় স্বার্থ নিশ্চিত করতে রাজনীতি ও দর কষাকষির শক্তি এবং অন্য জাতিগুলোকে আকৃষ্ট করার মতো যুক্তি ও অবস্থান ইত্যাদি।
দেশটির বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে খামেনি আরও বলেন, নিষেধাজ্ঞার বাইরে থাকতে আমেরিকা বা অন্য কোনো শক্তির কাছে মাথা নত করা বড় ভুল এবং রাজনৈতিক শক্তির ওপর আঘাত। শত্রুকে সংবেদনশীল না করার অজুহাত দেখিয়ে প্রতিরক্ষা শক্তি কমানোর প্রস্তাবের চেয়ে সরল ও আনাড়ি প্রস্তাব আর হতে পারে না।