ইউক্রেনে রাসায়নিক অস্ত্র দিয়ে আঘাত হানতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র

0

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে যে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র দিয়ে আঘাত হানতে পারে রাশিয়া। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর ‘হোয়াইট হাউজ’ জানিয়েছে, ইউক্রেনে রাসায়নিক ও জীবানু অস্ত্র দিয়ে আঘাত হানার পরিকল্পনা করতে পারে রাশিয়া। এ বিষয়ে আমাদের সকলকে নজর রাখতে হবে।

হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি বলেন, রাশিয়া দাবি করেছে যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের জীবানু অস্ত্রের ল্যাব আছে এবং দেশটিতে রাসায়নিক অস্ত্রের উন্নয়ন করারও চেষ্টা করছে মার্কিন কর্তৃপক্ষ। রাশিয়ার এমন অভিযোগগুলো অযৌক্তিক।

তিনি আরো বলেন, রাশিয়া এসব মিথ্যা দাবির কথা উল্লেখ করে তার পূর্বকল্পিত ও অবৈধ আক্রমণকে বৈধ বলে সাব্যস্ত করতে চায়।

সূত্রও : বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com