আজ তুরস্কের মধ্যস্থতায় বৈঠকে বসছে ইউক্রেন ও রাশিয়া
রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর আমন্ত্রণে আজ বৃহস্পতিবার আন্তালিয়া শহরে এ আলোচনা অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভও তুরস্কে পৌঁছান।
দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়ার হামলার পরে দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে প্রথম বারের মতো ত্রিমুখী আলোচনা হতে যাচ্ছে।
রাশিয়া ও ইউক্রেন উভয়ের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায়, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকেই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে চাইছিল তুরস্ক।
সূত্র : বিবিসি