মার্কিন ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তা বিঘ্নিত

0

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তার স্বামী এবং বাইডেন প্রশাসনের কয়েকজন মন্ত্রী রোববার মেরিল্যান্ডের একটি সামরিক ঘাঁটিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। তবে সেখানে দুই ব্যক্তি কর্তৃক তাদের নিরাপত্তা প্রটোকল লঙ্ঘনের ঘটনা ঘটে। এর মধ্যে একজন সশস্ত্র অবস্থায় ছিল বলে জানা গেছে। পরে অবশ্য জানানো হয়, ঘটনাস্থলে একজন ‘সশস্ত্র ব্যক্তি’ থাকলেও সেখানে কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি। কমলা হ্যারিস ও তার স্বামী নিরাপদে রয়েছেন।

মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে পরে তাদের নিরাপদে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। ফেসবুকে দেয়া এক বিবৃতিতে সামরিক ঘাঁটির কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৯টার দিকে প্রধান ফটকে ‘দুই ব্যক্তি নিরাপত্তা চেকপয়েন্টের মধ্য দিয়ে যান এবং তারা নিরাপত্তাকর্মীদের নির্দেশ অমান্য করেন।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ওয়াশিংটন ডিসিতে যাতায়াতের জন্য এই ঘাঁটিটি ব্যবহার করে থাকেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারের ঘটনায় অনুপ্রবেশকারীদের তাৎক্ষণিকভাবে বাধা দিতে তারা প্রতিবন্ধক স্থাপন করে গাড়িটি থামিয়ে দেয়। ওই দুই ব্যক্তি পালিয়ে যেতে সমর্থ হয়।
পরে তাদের একজনকে আটক করা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত অন্যজন পলাতক ছিল। তার খোঁজে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com