আফগানিস্তানে ন্যাটোকে সমর্থন করায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান: ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানে পশ্চিমা ন্যাটো জোটকে সমর্থন করায় পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃতজ্ঞতার পরিবর্তে আমাদের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।
এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ইমরান খান বলেন, আমরা রাশিয়ার বন্ধু, আমরা যুক্তরাষ্ট্রেরও বন্ধু। আমরা চীন এবং ইউরোপেরও বন্ধু।
ইমরান খান আরও বলেন, আমরা কোনো দলে নেই। পাকিস্তান নিরপেক্ষ থাকবে এবং যারা ইউক্রেনে যুদ্ধ বন্ধের চেষ্টা করছে তাদের সঙ্গে কাজ করবে।