তুরস্কে আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কে আলোচনায় বসতে সম্মত হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এই তথ্য জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মেভলুত কাভুসোগলু জানান, ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে তিনিও উপস্থিত থাকবেন।
ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বসতে সম্মত হওয়ার খবর জানা গেল।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে দেশটির বেশ কয়েকটি শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী।
সূত্র: রয়টার্স