ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি
ব্রিটিশ পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন যুদ্ধকবলিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে ভিডিওলিংকে যুক্ত হয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
এতে পশ্চিমাদের সামরিক সহায়তা এবং ইউক্রেনে নো ফ্লাই জোন বাস্তবায়নে সহায়তা চাইবেন ভলোদিমির জেলেনস্কি।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এর খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল পাঁচটায় পার্লামেন্টের চেম্বারে সরাসরি সম্প্রচারিত হবে ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষণ। আর হেডফোনে ভাষণের অনুবাদ শুনতে পাবেন আইনপ্রণেতারা।