নারী দিবসের ভাষণেও যুদ্ধের কথাই বললেন পুতিন
যুদ্ধের ময়দান থেকে রুশ সেনাদের পিছু ডাকবেন না। নারী দিবস উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও ভাষণে পুতিন এমন আহ্বানই জানিয়েছেন। তিনি বলেন, ‘যারা সেনাবাহিনীর কাজ করছে তারা কোনো বৈরিতায় কিংবা শত্রুতায় অংশ নিচ্ছে না। তারা সামনে থেকে তাদের নির্দিষ্ট দায়িত্বই পালন করছেন।’
তিনি আরও বলেন, ‘জানি ইউক্রেনে থাকা সেনাদের মা, স্ত্রী, বোন, হবু স্ত্রী এমনকি প্রেমিকারারও উদ্বেগে দিন পার করছেন।’ এসময় পুতিন বিশ্বস্ততা, নির্ভরতা ও সমর্থনদাতা হিসেবে নারীদের প্রশংসাও করেন।
তিনি বলেন, ‘প্রিয় নারীগণ, আপনারাই পৃথিবীকে উত্তম ও দয়াবান করে তুলেছেন আপনাদের সহনশীলতা দিয়ে। আপনাদের কোমলতা, উদ্যম আর ভেতরের শক্তি সত্যিই অসাধারণ।’
সূত্র: বিবিসি