হিজাব ইস্যুতে যে কারণে তালেবান ও ভারত সরকারের বিরোধী মালালা
পাকিস্তানের নারী শিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই বলেন, ‘হিজাব পরা না পরা এটি সম্পূর্ণ নারীর স্বাধীনতা।’
রোববার ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি এ কথা বলেন। তাতে তিনি জানান, হিজাব পরা কিংবা না পরা কোনোটার প্রতিই তিনি সমর্থন ব্যক্ত করেননি। বলতে চেয়েছেন, দুটির যেকোনো একটি নির্বাচন করা নারীর অধিকার।
মালালা মনে করেন, হিজাব ইস্যুর চেয়েও আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যার জন্য সবার লড়াই করা উচিৎ। তা হলো- নারীর স্বাধীনতা ও শিক্ষা নিশ্চিত করা এবং তার বিরুদ্ধে সহিংসতা বন্ধ করা।
মালালা লিখেন, ‘কয়েক বছর আগে আমি তালেবানের বিরোধিতা করেছিলাম, তারা নারীদের বোরকা পরিধানে বাধ্য করেছিল। আর গত মাসে কথা বললাম ভারতের সরকারের বিপক্ষে, যারা শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব খুলতে বাধ্য করে।’
মালালার কাছে তালেবানের বোরকা পরিধান বাধ্যতামূলক করা আর ভারত সরকারের হিজাব বিরোধী নীতিতে কোনো তফাৎ নেই। তাদের উভয়ের উদ্দেশ্য নারীকে লক্ষ্যস্তু বানানো।
তিনি বলেন, ‘কেউ যদি আমাকে মাথা ঢাকতে বাধ্য করে অথবা কেউ আমাকে স্কার্ফ খুলতে জোরজবরদস্তি করে তাহলে তাদের উভয়ের বিরুদ্ধেই আমি প্রতিবাদ করব।’
সূত্র : ডন