রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে অবদান রাখতে প্রস্তুত তুরস্ক: এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্ক সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে অবদান রাখতে প্রস্তুত। যুদ্ধবিরতি মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমিয়ে দেবে।
রবিবার (৬ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের সময় তিনি এ কথা বলেন।
তুর্কি প্রেসিডেন্সি জানিয়েছে, পুতিনকে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করার, মানবিক করিডোর খোলার এবং শান্তি চুক্তিতে সই করার আহ্বান জানিয়েছেন এরদোগান। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে এবং মস্কোর দাবি পূরণ হলে রাশিয়া সামরিক অভিযান বন্ধ করবে।
রুশ প্রেসিডেন্ট তার আগের কথার পুনরাবৃত্তি করে বলেন, ইউক্রেন অভিযান পরিকল্পনা অনুযায়ী ও সময়সূচী অনুসারে চলছে।
ক্রেমলিনের বিবৃতি অনুসারে পুতিন বলেছেন, তিনি আশা করেন রাশিয়া-ইউক্রেন আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধিরা আরও গঠনমূলক পন্থা অবলম্বন করবেন।