ইউক্রেন মস্কোর দাবির জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে মস্কো তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবেই চাই তা যুদ্ধের মাধ্যমে হোক কিংবা সংলাপের মাধ্যমে।
রবিবার (৬ মার্চ) রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি এ কথা বলেন।
ম্যাকরনকে পুতিন বলেন, ইউক্রেনকে নাৎসিমুক্ত করা, দেশটির নিরস্ত্রিকরণ ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এ অভিযান চালাচ্ছেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন মস্কোর দাবির জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।
সূত্র: পার্সটুডে