ইউক্রেন যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে ১৫ লাখ মানুষ: জাতিসংঘ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশটি থেকে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এদের মধ্যে ছয় লাখ মানুষ প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। এর বাইরে হাঙ্গেরি, রোমানিয়া, মলদোভা, শ্লোভাকিয়াসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোয় আশ্রয় নিয়েছে বাকিরা।
রাশিয়ার হামলা শুরুর পর ১১ দিনে পড়েছে ইউক্রেন যুদ্ধ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এই প্রথম এত অল্প সময়ের মধ্যে এত বেশি পরিমাণে শরণার্থীর সংখ্যা বাড়ছে।
সূত্র : বিবিসি