কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

0

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ভারতীয় সীমান্তে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে লিটন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শনিবার (৫ মার্চ) রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তবর্তী এলাকায় এ গুলির ঘটনা ঘটে।

নিহত লিটন উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া গ্রামের আকবর বিশ্বাসের ছেলে।

প্রাগপুর (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান বলেন, লিটন ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া এলাকার সীমান্ত দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। এমন সময় বিএসএফ তাকে গুলি করে হত্যার পর তার মরদেহ নিয়ে যায়।

দৌলতপুর থানার (ওসি) জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের নামে থানায় কোনো মামলা নেই। গুলিবিদ্ধ মরদেহটি ভারতের নদীর জেলার হোগলবাড়ীয়া থানায় রয়েছে।

তিনি জানান, খবরটি মুঠোফোনে জানিয়েছেন হোগলবাড়ীয়া থানার ওসি তিনি নিজেই। তবে কেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে এর কারণ এখনও জানতে পারিনি পুলিশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com