ইউক্রেনে রাশিয়ার গোলায় ভারতীয় শিক্ষার্থী নিহত

0

ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার হামলায় একজন ভারতীয় শিক্ষার্থী  মারা গেছেন। নবীন শেখরাপ্পা নামের ওই শিক্ষার্থী ভারতের কর্নাটক রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে।

এ খবর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে- নিহত ওই ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

ভারতের বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র ‘আজকাল’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, খারকিভে অন্য মেডিক্যাল শিক্ষার্থীদের সঙ্গে আটকে পড়েছিলেন নবীন শেখরাপ্পা। তিনি চতুর্থ বর্ষের মেডিকেল শিক্ষার্থী ছিলেন। তার বয়স ছিল মাত্র ২২ বছর। আজ (মঙ্গলবার) ট্রেন ধরার জন্য যাচ্ছিলেন নবীন।

তখনই এসে পড়ে রাশিয়ার ছোড়া একটি গোলা। আর তাতেই মারা যান তিনি।

এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে লিখেছেন, ‘‌দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজ সকালে খারকিভে গোলার হানায় মারা গিয়েছেন এক ভারতীয় শিক্ষার্থী। তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’‌

এর কয়েক ঘণ্টা আগেই টুইটারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশিকা দিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ‘‌যেভাবে হোক আজকের মধ্যে ইউক্রেন ছাড়ো।’‌ আর তারপরই মরিয়া হয়ে আশ্রয় ছেড়ে বেরিয়ে পড়তে থাকেন ভারতীয় শিক্ষার্থীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com