পুতিন কেন পারমাণবিক সতর্কাবস্থা বাড়ানোর নির্দেশ দিলেন?
ইউক্রেনে রুশ অভিযানকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক শক্তিকে ‘বিশেষ সতর্কাবস্থায়’ রাখার নির্দেশ দিয়েছেন।
ইউক্রেন প্রশ্নে ন্যাটোর নেতাদের ‘আগ্রাসী বক্তব্যের’ কারণেই এ পদক্ষেপ বলছে রাশিয়া।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং নোভোয়া গেজেটা পত্রিকার প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ বিশ্বাস করেন, পুতিনের শব্দচয়নকে মনে হয়েছে পারমাণবিক যুদ্ধের সরাসরি হুমকি।
এ নিয়ে ব্রিটেন এবং সারা বিশ্বেরই সংবাদমাধ্যমে অনেক বিশ্লেষকই নানা ব্যাখ্যা দিয়েছেন।
এগুলোতে সাধারণভাবে উঠে এসেছে যে রাশিয়ার চার ধরনের পারমাণবিক প্রস্তুতিমূলক সতর্কাবস্থা আছে। প্রথমটি হচ্ছে সাধারণ সার্বক্ষণিক সতর্কাবস্থা, দ্বিতীয়টি হচ্ছে ‘উচ্চতর’, তৃতীয়টি হচ্ছে ‘সামরিক বিপদ’ এবং শেষটি হচ্ছে ‘ফুল’ বা পূর্ণ।
পুতিন যেটা করেছেন তা হলো- সতর্কাবস্থাকে দ্বিতীয় অর্থাৎ ‘উচ্চতর’ স্তরে উন্নীত করেছেন।
এর অর্থ হচ্ছে তিনি সেনা কমান্ডারদের বলছেন যে, তিনি চান যে পারমাণবিক অস্ত্র নিক্ষেপের বিকল্পটি তার হাতের নাগালে থাকুক।
ব্রিটেনের রাজকীয় ইউনাইটেড সার্ভিসের ইনস্টিটিউটের একজন বিশেষজ্ঞ বলেছেন, তৃতীয় স্তর অর্থাৎ সামরিক বিপদ মানে হচ্ছে ‘রাশিয়া মনে করছে যে তারা পারমাণবিক আক্রমণের শিকার হতে পারে।’ আর ‘ফুল’ মানে হচ্ছে পারমাণবিক যুদ্ধ।