‘জোরালো সমর্থনের’ জন্য তুরস্ককে ধন্যবাদ জানালেন জেলেনস্কি

0

রাশিয়ার আগ্রাসনের মুখে যুদ্ধ পরিস্থিতিতে ‘জোরালো সমর্থনের’ জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও তুর্কি জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি।

শনিবার এক টুইট বার্তায় তিনি তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান।

টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি আমার বন্ধু তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও তুর্কি জনগণকে তাদের জোরালো সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। কৃষ্ণসাগরে রুশ জাহাজের চলাফেরা বন্ধে নিষেধাজ্ঞা এবং বিপুল মাত্রা সামরিক ও মানবিক সহায়তা ইউক্রেনের জন্য আজ প্রয়োজন। ইউক্রেনের জনগণ তা কখনো ভুলবে না।’

তবে ভূমধ্যসাগর থেকে কৃষ্ণসাগরে চলাচলে দার্দানেলিস ও বসফোরাস প্রণালী নিয়ন্ত্রণে রাখা তুরস্ক রুশ জাহাজের চলাচলে কোনো নিষেধাজ্ঞা এখনো ঘোষণা করেনি।

এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানো এবং পরে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত রুশ আগ্রাসনে অন্তত ১৯৮ ইউক্রেনীয় নিহত হয়েছে।

অপরদিকে যুদ্ধ থেকে বাঁচতে এক লাখ ৫০ হাজারের বেশি ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

সূত্র : আলজাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com