‘রুশ অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটোর নেই’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই।
তিনি শনিবার মস্কোয় বলেন, ন্যাটো জোটের সদস্য দেশগুলো আলোচনায় বসতে রাজি না হওয়ায় এবং সবার জন্য সমান নিরাপত্তার ভিত্তিতে গোটা ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে অনাগ্রহ দেখানোয় ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। কাজেই এই অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই।
রাশিয়া দুই মাস আগে ইউরোপের নিরাপত্তা নিয়ে ন্যাটো জোটকে একটি প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটিতে ন্যাটোকে আর পূর্বদিকে সম্প্রসারণ না করার বিশেষ করে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানানো হয়েছিল।
কিন্তু মার্কিন নেতৃত্বাধীন এই জোট তাতে সাড়া না দেয়ার পর গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট পুতিন।
এর কয়েক দিন আগে তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেন।
রাশিয়া অভিযোগ করছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে তৎপর অস্ত্রধারীদের সাথে দেশটির সরকার ২০১৪ ও ২০১৫ সালে যে মিনস্ক চুক্তি সই করেছিল কিয়েভ তা লঙ্ঘন করায় এ অভিযান চালানো হয়েছে।
পুতিন বলেছেন, তিনি ইউক্রেন দখল করতে চান না বরং দেশটিকে বেসামরিকীকরণ ও নাৎসীমুক্ত করতে চান তিনি।