নিরাপত্তা পরিষদে এখনো রাশিয়ার একটি চেয়ার আছে: উলিয়ানোভ
মার্কিন কংগ্রেস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর মস্কো বলেছে, নিরাপত্তা পরিষদে এখনো রাশিয়ার একটি চেয়ার আছে এবং এটি ভেটো ক্ষমতার অধিকারী।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসঙ্ঘের দফতরগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।
ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের নিন্দা জানিয়ে গত শুক্রবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া। নিরাপত্তা পরিষদে ১৫ সদস্যদেশের মধ্যে ১১ দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয় এবং চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত থাকে। একমাত্র রাশিয়া ভেটো দেয়ার কারণে প্রস্তাবটি অনুমোদিত হয়নি। নিরাপত্তা পরিষদে যেকোনো প্রস্তাব পাসের জন্য এর পাঁচ স্থায়ী সদস্যদেশের সবগুলোর ভোট প্রয়োজন।
এর আগে কোনো কোনো পশ্চিমা সংবাদ মাধ্যম খবর দিয়েছিল, শুক্রবারের ভোটাভুটির পর একদল মার্কিন কংগ্রেস সদস্য নিরাপত্তা পরিষদে রাশিয়ার স্থায়ী সদস্য পদ কেড়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। অথচ বাস্তবতা হচ্ছে, রাশিয়ার সম্মতি ছাড়া তার বিরুদ্ধে জাতিসঙ্ঘের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব নয়।
উলিয়ানোভ তার টুইটার বার্তায় আরো লিখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসীদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে ও দুই কোটি ৭০ লাখ মানুষের প্রাণের বিনিময়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করেছে রাশিয়া। কাজেই এত সহজে এই সদস্যপদ কেড়ে নেয়া যাবে না।