সাহায্য চেয়েছিল ইউক্রেন, আলোচনার কথা শুনিয়ে মুখ ফিরিয়ে নিলো ভারত
চলমান যুদ্ধে রাশিয়ার আক্রমণ ঠেকাতে ভারতের কাছে সাহায্য চেয়েছিল ইউক্রেন। কিন্তু কূটনৈতিক আলোচনা-সমঝোতার কথা শুনিয়ে কার্যত কিয়েভের অনুরোধ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে ফোন করে সাহায্য চেয়েছিলেন ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করে জয়শঙ্কর বলেন, ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে মাত্রই ফোন পেলাম। তিনি বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। আমি জোর দিয়ে বলেছি, ভারত কূটনীতি ও সংলাপের পক্ষে।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপে দেশটিতে আটকেপড়া শিক্ষার্থীসহ ভারতীয় নাগরিকদের অবস্থা নিয়ে কথা হয়েছে এবং তাদের নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তা করার প্রশংসা করেছি।