যোগী আদিত্যনাথের সভায় শত শত গরু!
ভারতের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে চলছে জোর লড়াই। এ অবস্থায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্বাচনী প্রচারণায় যেখানে মাঠে হাজার হাজার সমর্থক থাকার কথা, সেখানে দেখা গেছে কয়েক শ’ গরু মাঠে চরে বেড়াচ্ছে। মূলত বয়স্ক গবাদিপশু নিয়ে কৃষকরা কী পরিমাণ কষ্টে আছে, তা জানাতেই স্থানীয়রা এমন অভিনব প্রতিবাদের আয়োজন করেন।
ভোট প্রচারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসছেন শুনেই তারা জনসভার মাঠে ছেড়ে দেন বেওয়ারিশ গবাদি পশুদের। এ সংক্রান্ত ভিডিও টুইট করেছেন এসপি (সমাজবাদী পার্টি) বিধান পরিষদ সদস্য রাজেশ যাদব, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তবে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, বিজেপির গরুপ্রীতির কথা কারো অজানা নয়। এমনকি গোমূত্র সরাসরি খাওয়ার ভিডিও পর্যন্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।