ধর্ষকের বিচার দাবিতে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীরা এ মশাল মিছিল করে।
এর আগে দুপরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ বিচার কার্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে ৷ পাশাপাশি চার দফা দাবিও জানায়৷
উল্লেখ্য, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে তুলে নিয়ে দলবেধে ধর্ষণের ঘটনা ঘটে। এর বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করে। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুবসহ একাধিক শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।