ইউক্রেনীয় সুন্দরীদের ‘প্রেমের রিকোয়েস্ট’ পাঠাচ্ছেন রুশ সেনারা!
ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনা। যুদ্ধ চলছে।
চারিদিকে বারুদের গন্ধ। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ।
এমন শ্বাসরুদ্ধ পরিস্থিতির মধ্যেও নাকি কিছু রুশ সেনা ইউক্রেনের সুন্দরীদের প্রেম খুঁজছেন ডেটিং অ্যাপে। ব্রিটেনের দ্য সান পত্রিকার অনলাইন এমন একটি সংবাদ প্রকাশ করেছে।
সংবাদে বলা হয়েছে, টিন্ডার নামের একটি ডেটিং অ্যাপে ইউক্রেনের সুন্দরীদের কাছে ‘রিকোয়েস্ট’ পাঠাচ্ছেন রুশ সেনারা। তারা বার্তা পাঠিয়ে ইউনিফর্ম পরা ছবিও পোস্ট করছেন।
কিন্তু এ ঘটনায় ডেটিং অ্যাপে থাকা সুন্দরীরা পড়েছেন মহা ফাঁপড়ে। শুরু হয়েছে আতঙ্ক। অ্যাপে প্রবেশ করে তারা নিজেদের ঠিকানা বদলে ফেলছেন।
রুশ সেনাদের আহ্বানের জবাবে ডেটিং অ্যাপের এক নারী বলেছেন, আমি তাদের কাউকেই আকর্ষণীয় মনে করিনি। আর শত্রুর সঙ্গে ঘুমানোর কথা কখনও চিন্তাও করি না।
তবে ডেটিং অ্যাপে ইউক্রেনের নারীদের ‘প্রেমের রিকোয়েস্ট’ পাঠানো সেনারা যুদ্ধের ময়দানে আছেন কি না তা স্পষ্ট নয়।