যুদ্ধবিরোধী বিক্ষোভ করায় রাশিয়ায় ৬৫০ আটক

0

ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার বিভিন্ন স্থানেই যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী মস্কোর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এমনই বিক্ষোভ থেকে ৬৫০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে রুশ পুলিশ।

বিক্ষোভ পর্যবেক্ষণকারী সংস্থা ওভিডি-ইনফো এই তথ্য জানায়।

সংস্থাটি জানায়, ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের নির্দেশের পর রাজধানী মস্কোসহ দেশটির ভিন্ন ভিন্ন মোট ৪০টি জায়গায় যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে।

এদিকে রাশিয়ার মস্কো, সেন্ট পিটার্সবার্গসহ মোট ১৮০টি শহরের পৌর কর্তৃপক্ষ প্রধান এক খোলা চিঠিতে ইউক্রেনে আগ্রাসনে পুতিনের সিদ্ধান্তের সমালোচনা জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, ‘আমরা নিশ্চিতভাবে বলছি যে রাশিয়ার জনগণ তাকে এই ধরনের ম্যান্ডেট দেয়নি।’

এতে রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যাতে চুপ না থেকে এই সিদ্ধান্তের সমালোচনায় আওয়াজ তোলে।

চিঠিতে বলা হয়, ‘শুধু গণনিন্দাই পারে এই যুদ্ধকে থামাতে।’

একই ভাবে রুশ প্রেসিডেন্টর এই পদক্ষেপের নিন্দা জানিয়ে রাশিয়ার ২৪০ সাংবাদিক ও ২৬০ বিজ্ঞানী পৃথকভাবে দুইটি খোলা চিঠি প্রকাশ করেছেন।

এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা রাশিয়ার মোট ৫০ সৈন্যকে হত্যা করেছে। অপরদিকে সংঘর্ষে ইউক্রেনের ১০ বেসামরিক নাগরিক ও ৪০ সৈন্য নিহত হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com