রাষ্ট্রীয় দপ্তর থেকে তথ্য পেতে অনেক বেগ পেতে হয়: সিপিডি

0

রাষ্ট্রীয় যে কোনো দপ্তর থেকে তথ্য পেতে অনেক বেগ পেতে হয় বলে দাবি করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে একটি হোটেলে ‘বাংলাদেশের নীতিনির্ধারণের জন্য আর্থিক তথ্য উন্নয়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

এশিয়া ফাউন্ডেশন-বাংলাদেশের সহযোগিতায় সিপিডি আয়োজিত এ সংলাপে সভাপতির বক্তব্যে দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, কোনো দেশের আর্থিক তথ্য শুধুমাত্র দেশের উন্নয়ন প্রক্রিয়া এবং নীতিনির্ধারণের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এ তথ্যের অবাধ প্রবাহ জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করে। বাংলাদেশর প্রেক্ষাপটে চাহিদা অনুযায়ী মানসম্মত আর্থিক তথ্য সময়মতো পাওয়া যায় না। রাষ্ট্রীয় দপ্তর থেকে তথ্য পেতে অনেক বেগ পেতে হয়।

তিনি বলেন, রাষ্ট্রীয় তথ্য সংগ্রহের প্রক্রিয়া আছে, কিন্তু সে প্রক্রিয়া সঠিকভাবে কাজ করছে না। জনসাধারণের তথ্যের ব্যাপারে অনেক অসচেতনতা রয়েছে। সুতরাং, সেদিকে আসাদের নজর দিতে হবে। সঠিক তথ্য দেওয়ার জন্য রাজনৈতিক সংশয়কে দূর করতে হবে।

দেশের অর্থনৈতিক খাতের তথ্যের মানোন্নয়নের জন্য অর্থমন্ত্রীর আগ্রহ থাকাটা জরুরি বলে মন্তব্য করেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিডিপি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, যদি সত্যিকার অর্থে অর্থমন্ত্রী দেশের উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনা করতে চান তাহলে তাকে অর্থের মানের দিকে আগে নজর দিতে হবে। কারণ, দেশের অর্থনৈতিক ক্ষেত্রে নানা নীতিনির্ধারণী সিদ্ধান্ত তাকেই নিতে হয়। তাকেই আগে তথ্যের মানোন্নয়নের জন্য আগ্রহী হতে হবে।

রেহমান সোবহান আরও বলেন, আমি মনে করি সরকারের যে কোনো তথ্যের চাহিদা আগে থাকা উচিত জনপ্রতিনিধিদের। কারণ, তারা এসব তথ্য-উপাত্ত দিয়ে নিজ এলাকায় তুলে ধরবেন উন্নয়নের চিত্র। কিন্তু তারা সেটি না করে সংসদে এসে শুধু বাজেট চান। এই বাজেটের কতটুকু বাস্তবায়ন হলো তা নিয়ে তাদের কোনো খোঁজ থাকে না।

তিনি বলেন, ডাটা শুধু যে জনপ্রতিনিধিদের দরকার তা নয়- সিভিল সোসাইটি, গবেষণা প্রতিষ্ঠান, অর্থনীতিবিদদেরও তথ্যের প্রয়োজন। সঠিক সময় সঠিক তথ্য থাকলে তারাও নীতিনির্ধারণে সহায়তা করতে পারে। তথ্যের অবাধ প্রবাহ ও সঠিক তথ্যের জন্য রাজনৈতিক স্বদিচ্ছাও প্রয়োজন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com