ইউক্রেনে আগ্রাসনের নিন্দা রুশ বিরোধী দলীয় নেতা নাভালনির

0

রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার কারারুদ্ধ এই রাজনীতিকের বিরুদ্ধে চলমান এক মামলার শুনানির সময় আদালতে বক্তব্যে এই কথা বলেন তিনি।

নাভালনি বলেন, ‘ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হয়েছে রুশ নাগরিকদের লুণ্ঠনকে ঢাকার জন্য এবং তাদের মনোযোগ অর্থনৈতিক পতনসহ দেশের অভ্যন্তরীণ সমস্যা থেকে সরিয়ে নেয়ার জন্য।’

শুনানিতে নাভালনি বলেন, ‘আমি যুদ্ধের বিরুদ্ধে। আমি মনে করি রাশিয়ার সমস্যা থেকে মনোযোগ সরিয়ে নেয়ার জন্যই এই যুদ্ধ সাজানো হয়েছে এবং এটি বিপুল দারিদ্রের দিকে নিয়ে যাবে।’

শুনানিতে বক্তব্যে তিনি বলেন, ‘আমি মনে করি ডাকাত ও চোররাই এই যুদ্ধ শুরু করেছে। এই অপরাধী চোর প্রশাসনের সাথে যুদ্ধ করতেই আমি রাজনীতিতে গিয়েছিলাম।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এই রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা ও আদালত অবমাননাসহ বিভিন্ন মামলা চলমান রয়েছে।

নাভালনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com