ছবিতে দেখুন ইউক্রেনে রুশ হামলার চিত্র

0

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণার পরপরই ইউক্রেনের রাজধানীতে দফায় দফায় বিস্ফোরণ ও হামলা চালিয়েছে রুশ সামরিক বাহিনী। এদিকে হামলার প্রতিবাদে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় সামরিক ও বেসামরিক অন্তত ১০০ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি, রয়টার্স, আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার  প্রতিবেদনের ছবি থেকে দেখে নেই ইউক্রেনে রুশ হামলার চিত্র।


রুশ সামরিক বাহিনীর হামলায় গুরুতর আহত এক যুবককে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন ইউক্রেনের নিরাপত্তা বাহিনী।

হামলায় বিধ্বস্ত বাড়ি থেকে জনগণকে উদ্ধার করছেন ইউক্রেনের উদ্ধারকর্মীরা।


বিমান হামলায় একটি এ্যাপার্টমেন্টের ভিতরের দৃশ্য। বিধ্বস্ত রুমটির ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙ্গা আসবাবপত্রগুলোই যেন বলে দেয় হামলার ভয়বহতা। ইউক্রেনের চুহুইবের দৃশ্য।


রাশিয়ার নিক্ষিপ্ত বোমার আঘাতে নিহত এক যুবকের মাটিতে লুটিয়ে পড়া দেহকে কার্পেট দিয়ে ঢাকার চেষ্টা করছেন ইউক্রেনিয়ান নাগরিক।


রাশিয়ার বিমান হামলার শিকার বহুতল ভবনের সামনে ইউক্রেনীয় উদ্ধারকর্মীরা।


রুশ বিমান হামলায় বহুতল ভবনে আগুন লাগে। ইউক্রেনের ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।


রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনের একটি ভবনের ফ্লাটে পড়ে থাকা বিধ্বস্ত রকেটের অংশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com