আমি থাকলে ইউক্রেনে পুতিন হামলা চালাতেন না, দাবি ট্রাম্পের
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তার সরকার থাকলে ইউক্রেনে সেনা অভিযান চালাতে পারতেন না পুতিন।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় কিছু একটা করে সমঝোতায় যেতে চাইছেন পুতিন। তবে পরিস্থিতি দিনে দিনে খারাপের দিকেই যাচ্ছে। সাথে আমেরিকার দুর্বলতাও তিনি উপভোগ করছেন।’
ট্রাম্প আরও দাবি করেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করায় বিশ্ববাসীর কাছে বাইডেন প্রশাসনের দুর্বলতার চিত্র পরিষ্কার হয়ে গেছে।