মাতৃভাষা দিবসে হিন্দি গান বাজানো বন্ধ হোক
মাতৃভাষা দিবস উদযাপন বাঙালির বৃহত্তর একটি উৎসব। সম্প্রতি লক্ষ করা গেছে, একুশে ফেব্রুয়ারির দিন মাতৃভাষা দিবস উদযাপনে মহা ধুমধামে হিন্দি গান বাজানো হচ্ছে।
স্কুল, কলেজ, ক্লাব, সংগঠন বা বিভিন্নভাবে আয়োজিত মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে হিন্দি গান, হিন্দি গানের ড্যান্সসহ বিদেশি সংস্কৃতিতে বাঙালির বৃহত্তর এ উৎসব পালিত হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক ও জঘন্য কাজ বলে মনে করছি। বাঙালির এ মহা উৎসব পালিত হবে দেশীয় বাংলা সংস্কৃতিতে।
যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি মায়ের ভাষা, প্রিয় বাংলা ভাষা। তাদের জন্য দোয়া, মাগফিরাত কামনা, সঠিক ইতিহাস চর্চা, বিশুদ্ধ বাংলা ভাষা চর্চা ও শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে হোক মাতৃভাষা দিবস উদযাপন।