ইউক্রেনে যা হচ্ছে…
পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুগানস্কেকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া।
রাশিয়ার সেনাবাহিনী সেখানে ‘শান্তিরক্ষার কাজে নিয়োজিত থাকবে’ বলে পুতিন জানিয়েছেন। পুতিন বলেছেন, ইউক্রেন কোনো দিনই প্রকৃত রাষ্ট্র ছিল না।
ইউক্রেন বলছে, তারা এতে মোটেও ভীত নয়, আর তারা নতি স্বীকার করবে না। এই দুটি অঞ্চলের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এ ঘটনায় জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসেছে।
এদিকে বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে তাদের প্রতিশ্রুতির বিষয়ে পুনরায় নিশ্চিত করেছেন যে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় থাকবে।
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা অনুমান করেছে, রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের সীমান্তের কাছে ১ লাখ ৫০ হাজারেরও বেশি সেনা সমাবেশ ঘটিয়েছে।
তবে, মস্কো তার প্রতিবেশীকে আক্রমণের পরিকল্পনার কথা বরাবর অস্বীকার করে আসছিল। রাশিয়া এই নিশ্চয়তা চাইছে যে, ইউক্রেন কখনই ন্যাটোতে যোগ দেবে না এবং পশ্চিমা জোট পূর্ব ইউরোপ থেকে তাদের বাহিনী সরিয়ে নেবে। তবে রাশিয়ার ওই দাবি মেনে নিতে নারাজ পশ্চিমা বিশ্ব।