‘মাফিয়া কিং’ দাউদ ইব্রাহিম কি আবার ভারতে হামলা চালাবেন?

0

আবারও শিরোনামে ‘মাফিয়া কিং’ দাউদ ইব্রাহিম। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) জানিয়েছে, দেশটিতে আবারও হামলার পরিকল্পনা করছেন দাউদ ইব্রাহিম।

এদিকে কেন্দ্রীয় সরকারের সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলার তদন্তকাজ এগিয়ে নিতে পদক্ষেপ নিয়েছে।

এনআইএ বর্তমানে দেশের বাইরে থাকা পলাতক দাউদ ইব্রাহিমকে নজরে রাখার চেষ্টা করছে।

সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে তার ভাই ইকবাল কায়সারকে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।

এনআইএ জানিয়েছে, দাউদ ইব্রাহিম আবারও ভারতে হামলা চালানোর চেষ্টা করছেন। দেশের প্রথম সারির রাজনৈতিক নেতা থেকে শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা তার হামলার লক্ষ্যবস্তু। সন্ত্রাসী আক্রমণের জন্য বিশেষ বাহিনীও প্রস্তুত করেছেন তিনি।

মুম্বাইয়ে ১৯৯৩ সালের সিরিজ বোমা হামলার পর আলোচনায় আসেন দাউদ ইব্রাহিম। সেই ঘটনায় আড়াই শ‘র বেশি লোক প্রাণ হারায়।

ভারতীয় কর্তৃপক্ষের দাবি, মুম্বাই বিস্ফোরণের নেপথ্যে ছিলেন দাউদ ইব্রাহিম।

সূত্র: এবিপি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com