ওয়াশিংটনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পদত্যাগ

0

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত আদিলা রাজ পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্র দফতর দূতাবাসের ওপর যেসব নতুন বিধিনিষেধ আরোপ করেছে, তার জেরে তিনি পদত্যাগ করেছেন।

আফগান উপ-রাষ্ট্রদূত আবদুল হাদি নিজরাবি টোলু নিউজকে বলেন, মার্কিন পররাষ্ট্র দফতর যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দফতর ওয়াশিংটনে আফগান দূতাবাসকে একটি চিঠি দিয়ে কূটনৈতিক কার্যক্রম বন্ধ করার দাবি জানায়।

আফগান সংবাদমাধ্যম টোলু নিউজের প্রতিবেদন অনুযায়ী চিঠিতে বলা হয়েছে, আফগান রাষ্ট্রদূত কেবল তার বাড়ি থেকে কার্যক্রম চালাতে পারবেন। বাকি কূটনীতিকরা আর কাজ করতে পারবেন না।

সাবেক কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আফগানিস্তানের কূটনীতিক মিশনগুলোর বন্ধ হওয়ার ফলে বিশ্বজুড়ে বর্তমান আফগান সরকার আরও কোণঠাসা হয়ে পড়বে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসে এই নিয়ে তিন জন সিনিয়র আফগান কূটনীতিক পদত্যাগ করেছেন। এর আগে চীন ও তুর্কমেনিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতরা পদত্যাগ করেন।

আফগান দূতাবাসগুলো আর্থিক সংকটেও রয়েছে। তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইতালি, পোল্যান্ড ও ইরানের দূতাবাসগুলো জানিয়েছে, তারা আর্থিক সমস্যায় রয়েছে।

তবে পররাষ্ট্র দফতরের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রধান ওয়ালিউল্লাহ শাহিন বলেন, অনেক দেশে আফগান কূটনৈতিক মিশনগুলো বন্ধ করা হয়েছে। কারণ দেশগুলো বর্তমান সরকারের সহযোগিতা করছে না। আবার একইসঙ্গে তারা তাদের কর্তৃত্বের অপব্যবহারের চেষ্টাও করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com